সরকারের লক্ষ্য অটিস্টিক শিশুদের সমাজে টিকিয়ে রাখা

pm sheikh shekh hasina শেখ হাসিনাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অটিস্টিক শিশুদের সমাজের মূল স্রোতে টিকিয়ে রাখা এবং মেধা বিকাশের সুযোগ করে দেয়াই সরকারের লক্ষ্য। বুধবার সপ্তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।

প্রসঙ্গত, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকারি ও বেসরকারি পর্যায়ে সপ্তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অটিজম সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই’। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ