নির্বাচনে সহিংসতার কারণে ইইউ’র উদ্বেগ

EU logoসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে মঙ্গলবার সকালে বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান ইইউ দক্ষিণ এশিয়া অঞ্চলের চেয়ারপারসন জিন ল্যামবার্ট সাংবাদিকদের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের রুটিন কাজের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারকের সঙ্গে ইসির সভাকক্ষে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জিন ল্যামবার্ট বলেন, মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় এসে সিদ্ধান্ত নিতে হবে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচন কমিশনকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ