কাপ্তাই হ্রদে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

rangamati couple রাঙামাটি দম্পতিরিপোর্টার, এবিসি নিউজ বিডি, রাঙামাটিঃ রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে নিখোঁজের তিন দিন পর যুক্তরাষ্ট্র প্রবাসী এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানার লাশ উদ্ধার করে নৌবাহিনী, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার বিকেলে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কবলে পড়ে ইঞ্জিনচালিত বোটটি কাপ্তাই হ্রদে ডুবে যায়। এতে আলাউদ্দিন পাটোয়ারী ও তার স্ত্রী আইরিন সুলতানা লিমা হ্রদের পানিতে তলিয়ে যান।

আগামী ৪ এপ্রিল তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজ জানান, সকাল ৮টার দিকে জীবনতলি এলাকার লোকজন কাপ্তাই হ্রদে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয় প্রশাসনকে খবর দেয়। তাৎক্ষণিক নৌবাহিনী, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করে রাঙ্গামাটি ডিসি বাংলো এলাকায় নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ