এশিয়ার সেরা শহর সিঙ্গাপুর, ২য় বাজে শহর ঢাকা

TrafficJamFarmgateসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ এশিয়ার ২য় বাজে শহর হিসেবে নির্বাচিত হয়েছে ঢাকা। এশিয়ার সবচেয়ে বাজে শহর তাজিকিস্তানের দুশানবে। অন্যদিকে এশিয়ার সেরা শহরের মর্যাদা লাভ করেছে সিঙ্গাপুর।

এশিয়ার বাকি সেরা ৫ শহর জাপানের। এশিয়ার দ্বিতীয় সেরা শহর টোকিও তারপরেই আছে জাপানেরই কোবে, ইয়োকোহামা ও ওসাকা। মারসার কনসাল্টিং গ্রুপের বার্ষিক বৈশ্বিক জরিপে উঠে এসেছে এ তথ্য।

এতে বিশ্বের মোট ২২৩টি শহরে তালিকা করা হয়। তাতে ঢাকার অবস্থান ২০৮। সবচেয়ে সেরা শহরের মর্যাদা পেয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।

রাজনৈতিক স্থিতিশীলতা, অপরাধ ও পরিবেশের বিষয় বিবেচনায় নিয়ে বৈশ্বিক জরিপটি পরিচালনা করে মারসার কনসাল্টিং গ্রুপ।

জরিপে সেরা শহর নির্বাচিত হয়েছে ভিয়েনা, দ্বিতীয় সেরা সুইজারল্যান্ডের জুরিখ ও তৃতীয় অস্ট্রেলিয়ার অকল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ