ফোরজি নেটওয়ার্কে উপকৃত হবে বিশ্বের অর্ধেক মানুষ

সাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   ফোরজি সেবার মাধ্যমে অদূর ভবিষ্যতে বিশ্বের প্রায় অর্ধেক মানুষই উপকৃত হবে। এরিকসনের ভারত শাখার সিস্টেম অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রধান জয়ারাম বেলাদাকেরে সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে চতুর্থ প্রজন্মের ফোরজি নেটওয়ার্ক সেবা চালু হয়েছে। ভারতেও সম্প্রতি দেশটির টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল ফোরজি সেবা চালু করেছে। এ উন্নত মানের নেটওয়ার্কের মাধ্যমে অদূর ভবিষ্যকে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন বেলাদাকেরে।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘বর্তমানে বিশ্বের প্রায় ৯১ শতাংশ মানুষ মোবাইল যোগাযোগের অন্তর্ভুক্ত। এদিকে ভিডিওর ব্যবহারও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ কারণে টেলিযোগাযোগ খাতে ফোরজি সেবা উল্লেখযোগ্য অবদান রাখবে, যা অদূর ভবিষ্যতে বিশাল পরিসরে জনমানুষের কাজে আসবে।’

উল্লেখ্য, ফোরজি অত্যন্ত উন্নত একটি নেটওয়ার্ক ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে কোনো ধরনের বাফারিং ছাড়াই গ্রাহক ইন্টারনেটে যেকোনো ভিডিও দেখতে পারবেন। আর একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এ নেটওয়ার্কের মাধ্যমে ডাউনলোড করতে সময় লাগবে মাত্র তিন সেকেন্ড।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উন্নত নেটওয়ার্ক সমাজে বিশাল প্রভাব ফেলবে। উন্নত ভিডিও সেবার কারণে তৈরি হবে এ সংশ্লিষ্ট প্রচুর প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থান হতে পারে বিশ্বজুড়ে লাখ লাখ বেকারের। বেলাদাকেরে আরো বলেন, ‘২০২০ সালের মধ্যে ফোরজি নেটওয়ার্ক বিশ্বের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ খাতে কার্যকর ভূমিকা রাখবে।’ তবে বিশ্লেষকদের মতে, নতুন এ সেবাটি এখনো বিশ্বের সব দেশে চালু হয়নি। উন্নত প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী এ সেবা ছড়িয়ে দিতে আরো সময়ের প্রয়োজন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ