শুরু হচ্ছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  রাজধানীতে শুরু হচ্ছে ‘৯ম ঢাকা আন্তর্জাতিক প্লাস্টিক মেলা- ২০১৪’। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার এ মেলা শুরু হবে। চার দিনব্যাপী মেলা শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তত ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) ও তাইওয়ানের চাং চাও ইন্টান্যাশনাল কোম্পানি যৌথভাবে এ মেলার আয়োজন করছে।

জানা যায়, এবারের মেলায় ৩৫০টি দেশি-বিদেশি স্টল থাকছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, তাইওয়ান, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইতালি, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ মেলায় অংশগ্রহণ করছে। তবে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি ও সিঙ্গাপুর প্রথমবারের মতো অংশগ্রহণ করছে।

প্রতিবারের মতো মেলাকে জমিয়ে তুলতে থাকছে সেমিনার, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এবারের মেলায় কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি।

বিপিজিএমইএ’র একজন নেতা জানান, কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় রফতানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্লাস্টিক খাতে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে এই নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসতে এবারের মেলা বড় ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ