জাপানে সংসদ ভেঙে দিলেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৩ জানুয়ারি) : জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগাম নির্বাচনের পথ সুগম করতে সংসদ ভেঙে দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে এই আকস্মিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবার জাপানের সংসদের স্পিকার একটি আনুষ্ঠানিক চিঠি পড়ে শোনান, যার মাধ্যমে ৪৬৫ সদস্যের নিম্নকক্ষ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়। এ সময় সংসদ সদস্যরা ঐতিহ্যবাহী স্লোগান ‘বানজাই’ ধ্বনি তোলেন। সংসদ ভাঙার মধ্য দিয়ে ১২ দিনের নির্বাচনী প্রচারণার সূচনা হলো, যা আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এর আগে সোমবারই প্রধানমন্ত্রী তাকাইচি আগাম নির্বাচন ডাকার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসের মাথায় তিনি এই পদক্ষেপ নিলেন।

সাম্প্রতিক জরিপে তাকাইচির জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশে পৌঁছেছে বলে জানানো হয়েছে। এই ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাম্প্রতিক বছরগুলোতে জনসমর্থন হারানো শাসক দলের অবস্থান শক্ত করতে চান তিনি।

বর্তমানে তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এবং জাপান ইনোভেশন পার্টির জোট সংসদের শক্তিশালী নিম্নকক্ষে খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। আগাম নির্বাচন এই রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।

মনোয়ারুল হক/  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ