নির্বাচন কমিশন কোনো চাপে নেই: ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ জানুয়ারি) : নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপের মুখে নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, সবাই যেমন একটি ভালো নির্বাচন চায়, নির্বাচন কমিশনও ঠিক সেটাই চায়।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, একটি কমিশনের জীবদ্দশায় সাধারণত একটি জাতীয় নির্বাচন আয়োজনের সুযোগ আসে। একই কমিশনের পক্ষে দ্বিতীয়বার জাতীয় নির্বাচন পরিচালনার সুযোগ থাকে না। ফলে আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে নতুন কমিশন কাজ করার সুযোগও পায় না। তবু নির্বাচন কমিশন আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং কোনো ধরনের চাপে নেই।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষ নিয়মিতভাবে নির্বাচন কমিশনে এসে তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরছে। এতে কমিশনের কাজ আরও সমৃদ্ধ হচ্ছে। কমিশন ছোটখাটো সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করছে।
এখন পর্যন্ত বড় কোনো সংকটের মুখে পড়তে হয়নি বলেও জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেসব অভিযোগ ও প্রস্তাব আসছে, সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপিল শুনানি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, আপিল শুনানিতে প্রার্থীদের অংশগ্রহণ ও বক্তব্য উপস্থাপন দেখে কমিশনের কাছে মনে হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের অবস্থান তুলে ধরেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে কমিশনের বিশ্বাস।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মনোয়ারুল হক/
