ইরানে বিক্ষোভে ২৫৭১ জনেরও বেশি নিহতের দাবি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৪ জানুয়ারি) : ইরানে গত কয়েকদিনে সরকারবিরোধী বিক্ষোভের সময় দুই হাজার ৫৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আমেরিকা-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ অ্যাজেন্সি (এইচআরএএনএ)।
গতকাল মঙ্গলবার বিকেলে তাদের দেওয়া সংখ্যার তুলনায় এটি কয়েক শ জন বেশি।
এইচআরএএনএ-এর মতে, নিহতদের মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী, ১৪৭ জন সরকার-সংশ্লিষ্ট ব্যক্তি, ১৮ বছরের কম বয়সী ১২ জন এবং নয়জন বিক্ষোভে জড়িত নন এমন বেসামরিক নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন।
বিবিসি জানায়, তারা স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করেনি। বিবিসিসহ বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদসংস্থাকে ইরানের ভেতরে কাজ করতে নিষেধ করেছে দেশটির সরকার।
মনোয়ারুল হক/
