অভিনেত্রী মেহজাবীন ও তার ভাই মামলা থেকে অব্যাহতি পেলেন

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ জানুয়ারি) : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী হুমকি-ধমকি ও ভয় দেখানোর অভিযোগে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে মামলা থেকে তাদের অব্যাহতি দেন।

মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, হুমকি-ধমকি ও ভয় দেখানোর অভিযোগে করা এ মামলায় বিবাদীদের পক্ষে জবাব দাখিলের দিন ধার্য ছিল আজ। জবাব দাখিলের পর শুনানি গ্রহণ করে মামলা থেকে তাদের অব্যাহতির আদেশ দেন বিচারক।

মামলার বাদী আমিরুল ইসলাম শুনানিতে হাজির ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছিল, বাদীর (আমিরুল) সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মেহজাবীনের। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত হতে ২৭ লাখ টাকা দেন তিনি। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ নেননি। ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে ‘আজ দেব, কাল দেব’ বলে আসামিরা সময় পার করতে থাকেন। গত বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও আলিশান ১৬ মার্চ বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। সেখানে গেলে মেহজাবীন, তার ভাইসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং মেরে ফেলার হুমকি দেন। তখন বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় যান। থানা-পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

পরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায় বাদী হয়ে মামলা করেন আমিরুল ইসলাম।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ