মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২৯ ডিসেম্বর) : ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার মাগুরা জেলা বিএনপির।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ (৯১/১) ও মাগুরা-২ (৯২/২) আসনে বিএনপির প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে মনোনয়নপত্র জমা দেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব জনাব মনোয়ার হোসেন খান (মাগুরা-১) এবং অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (মাগুরা-২)।
মনোনয়নপত্র জমাদানের সময় মাগুরা জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ফারুক আহমেদ বাবলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মনোনয়ন জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী আহমদ বলেন,
“মাগুরা জেলা বিএনপির মধ্যে আগে কোনো ভেদাভেদ ছিল না, এখনও নেই। আমরা একটি ঐক্যবদ্ধ জেলা বিএনপি। মাগুরা-১ ও মাগুরা-২ আসনে দলের প্রার্থীদের ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবো।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা জনগণের সঙ্গে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও জোরদার করবে এবং ভোটের মাঠে জনগণের রায় প্রতিফলিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাবে।
মনোনয়নপত্র জমাদানকে ঘিরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। অনেকেই আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ সাংগঠনিক শক্তির মাধ্যমে মাগুরার দুই আসনেই বিএনপি বিজয় অর্জন করবে।
মনোয়ারুল হক/
