সিডনি সুইনির ‘দ্য হাউসমেইড’

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ ডিসেম্বর) : মার্কিন জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনির অন্তরঙ্গ দৃশ্য অনলাইনে ফাঁস হয়েছে। তার নতুন সিনেমা ‘দ্য হাউসমেইড’ মুক্তির পর ফাঁস হয় সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্য।

ভারতের লেটেস্টলিডটকম জানায়, গত ১৯ ডিসেম্বর মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ মুক্তি পায়। সিডনি সুইনি ও আমান্ডা স্রেফ্রিড অভিনীত সিনেমাটিকে অভিনয় ও টানটান সম্পর্কের উপস্থাপনার জন্য ইতিবাচক রিভিউও পায়। তবে প্রেক্ষাগৃহে চলমান প্রদর্শনের মধ্যেই সুইনির একটি নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি এক্স ও রেডিটসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ভাইরাল হয়ে যায়।

ওই সিনেমায় সুইনি অভিনয় করেছেন গৃহকর্মী মিলি ক্যালোওয়ে চরিত্রে। কারাভোগের পর জীবনে নতুনভাবে ঘুরে দাঁড়াতে তিনি লং আইল্যান্ডের ধনী উইনচেস্টার পরিবারে গৃহকর্মীর কাজ নেন। কিন্তু অল্প সময় পর বোঝা যায়, ওই প্রাসাদের আড়ালে লুকিয়ে আছে অস্বস্তিকর পারিবারিক গোপন রহস্য।

আগে থেকেই সুইনি সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ‘ইউফোরিয়া’, ‘দ্য ভোয়ার্স’, ‘এনিওয়ান বাট ইউ’-সহ একাধিক সিনেমা ও সিরিজে এমন চরিত্রে দেখা গেছে এ অভিনেত্রীকে।

সিনেমার পর্দায় নগ্ন দৃশ্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে সিডনি সুইনি বলেন, ‘এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়।’

প্রসঙ্গত, ২০২৩ সালে সুইনির জীবনে একটি বিব্রতকর ঘটনা ঘটে। তার অভিনীত বিভিন্ন অন্তরঙ্গ দৃশ্যের স্ক্রিনশট নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সদস্যদের ট্যাগ করেছ, যা নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেছিলেন এ অভিনেত্রী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ