মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৮ ডিসেম্বর) : বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের কালো ছায়া, মাঠে হার্ট অ্যাটাক করে মৃৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শনিবার (২৭ ডিসেম্বর) আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার হার্ট অ্যাটাক হয়েছিল বলে নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস সূত্র।

তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। জানা গেছে, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়েছে দেশবরেণ্য এই কোচের।

বিপিএল সামনে রেখে দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহবুব আলী জাকি। আজ (শনিবার ) নিজেদের প্রথম ম্যাচ খেলছে ঢাকা। কোচ জাকির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিলেট স্টেডিয়ামে।

প্রসঙ্গত, বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি ক্যারিয়ার শেষে কোচিংয়ে নামেন। ঘরোয়া পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মাশরাফি-তাসকিন আহমেদদের নিয়েও কাজ করেছেন তিনি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ