খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ ডিসেম্বর) : ছেলে তারেক রহমানের দেশে ফেরার খবরে অনেকটা স্বস্তিবোধ করছেন অসুস্থ খালেদা জিয়া। তারেক রহমানের দেশে ফেরার খবরটি বিএনপি চেয়ারপারসনকে জানান তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। দীর্ঘদিন পর একমাত্র সন্তানের দেশে ফেরার খবরটি খালেদা জিয়া ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) শুয়েই পেয়েছেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে। তবে তিনি এখনো সিসিইউতে আছেন। আরও সুস্থ হলে কেবিনে আনার সিদ্ধান্ত হবে। তার শারীরিক অবস্থার আপাতত কোনো অবনতি হয়নি। এটিই ভালো লক্ষণ। তাকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা আগের চেয়ে ভালো। অনেকটা উন্নতি হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরে অনেকটা স্বস্তিবোধ করছেন তিনি। আশা করি সন্তানকে কাছে পেয়ে ম্যাডাম আরও সুস্থ হয়ে উঠবেন।’
গত শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। আলহামদুলিল্লাহ। আমি এটুকুই বলব, উনি যে অবস্থায় ছিলেন, সেই অবস্থার তুলনায় মেডিকেল বোর্ডের চিকিৎসায় এখন অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।’
বিএনপি চেয়ারপরসন গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাকে নেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ)। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত দেশি-বিদেশি ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছেন।
মনোয়ারুল হক/
