ইতিহাসের সাক্ষী হতে ঢাকায় ছুটছে মাগুরা বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর, মাগুরা), এবিসিনিউজবিডি, (২৩ ডিসেম্বর) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিহাসের সাক্ষী হতে ঢাকায় যেতে শুরু করেছেন মাগুরা জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের নেতৃত্বে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আগেভাগেই দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
২৫ ডিসেম্বরকে সামনে রেখে গত কয়েকদিন ধরে মাগুরা জেলা বিএনপি এবং বিভিন্ন উপজেলা শাখার উদ্যোগে মিছিল ও সভা-সমাবেশ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার সকল স্তরের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে সংগঠিত হয়ে ঢাকায় যাত্রা শুরু করেন। নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, তারা আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চান।
ঢাকায় যাত্রাকারীদের মধ্যে রয়েছেন— মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইযাত হোসেন খানসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব আব্দুর রহিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তিতাস, শফিকুর রহমানসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সংবাদ লেখা পর্যন্ত মাগুরা থেকে ঢাকায় নেতাকর্মীদের যাত্রা অব্যাহত রয়েছে।
মনোয়ারুল হক/
