ওসমান হাদির জানাজায় মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াটায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
হাদির জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
এর আগে দুপুর ১টা ৫৮ মিনিটে মরদেহ জানাজার জন্য আনা হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলের নেতারা জানাজায় অংশ নিয়েছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসেন। তার আগে বেলা ১টা ৫৮ মিনিটে শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে আসা হয় সেখানে। আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।
উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব-সহ অন্যান্যরা।
হাদির জীবনবৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। পরিবারের পক্ষ থেকে কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি ২৪ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশকে জানাতে হবে হাদির খুনিদের গ্রেপ্তারে তারা কী পদক্ষেপ নিয়েছেন। তারা যদি তা না পারেন তাহলে তাদের পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
এরআগে হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকালে থেকেই আসতে শুরু করে অনেকে। বেলা বাড়ার সাথে সাথে দেখা যায়, ফার্মগেট, আসাদ গেট হয়ে দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢুকছেন। কেউ হাতে, কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নিতে এসেছেন। ভেতরে ঢুকে দেখা গেল, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠে লোকজন জড়ো হয়েছেন। ছোট ছোট দলে ভাগ হয়ে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন। ‘আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইত্যাদি স্লোগান দেয় তারা।
মনোয়ারুল হক/

