কলিজা ছিঁড়ে যাচ্ছে: হাদির বড় ভাই
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২০ ডিসেম্বর) : ‘ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে’- এমন মন্তব্য করেছেন হাদির বড় ভাই অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, ‘হাদির মৃত্যুর ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো খুনিদের গ্রেপ্তার না করায় তার পরিবার ভেঙে পড়েছে। বাংলার মাটিতে খুনিদের বিচার দেখে যেতে চান তারা।’
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা পড়াতে এসে এসব কথা বলেন তিনি।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় আততায়ী গুলি করে হাদিকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান হাদি।
এরপর গত শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয়। রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয় মরদেহ। পরে শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক।
জানাজার আগে সমবেত লাখো জনতার উদ্দেশে আবু বকর সিদ্দিক বলেন, ‘আপনাদের কাছে আমার কোনো দাবি নেই শুধু একটি দাবি। সাত-আট দিন হয়ে গেল। রাজধানী ঢাকায় প্রকাশ্য দিবালোকে গুলি করে খুনি যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। খুনি যদি বর্ডার পাস হয়েও যায় পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে, তারা কীভাবে গেল এ প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া-পাওয়া নেই।’
ওসমান হাদি সবসময় শহিদি মৃত্যু প্রত্যাশা করতেন বলে জানান তার বড় ভাই। আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার ভাই ওসমান হাদি সবসময় শহিদ হওয়ার তামান্না করত। হয়তো আল্লাহতায়ালা সেভাবেই নসিব করে দিয়েছেন। কিন্তু আপনাদের-দেশবাসীর-কাছে আমি এই ঋণ ছাড়ব না। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি।’
হাদির আট মাসের সন্তান ফিরনাজ, হাদির বৃদ্ধা মা, তার স্ত্রী ও ভাইবোন- সবাই শোকে পাগলপ্রায়। আবু বকর সিদ্দিক পরিবারের সবার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেন।
মনোয়ারুল হক/
