নাফ নদী থেকে ২০৭৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদককারবারি আটক
চট্টগ্রাম ব্যুরো, , এবিসিনিউজবিডি, (২৫ নভেম্বর) : টেকনাফের নাফনদী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৭ হাজার ৮ শত পিস ইয়াবাসহ মো. হাকিম আলী (৫৪) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
আটক হাকিম আলী মায়ানমার মংডুর মাংগালা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।
বিজিবি জানায়, গত ২৩ নভেম্বর সকালে সীমান্তে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে মায়ানমার থেকে দুই ব্যক্তি নাফ নদী পার হয়ে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির সদস্যরা নৌযান ব্যবহার করে দ্রুত অভিযান চালায়। পরবর্তীতে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা নদীতে দুইটি পলিথিনের প্যাকেট ফেলে সাঁতার কেটে মায়ানমারের সীমান্তে চলে যায়। পরে ফেলে যাওয়া পলিথিনের ব্যাগ উদ্ধার করে ৫৭ হাজার ৮ শত পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে ২৪ নভেম্বর নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ও টেকনাফ সদর বড়ইতলীর বিপরীতে নাফনদী থেকে জেলের ছদ্মবেশে একটি নৌকা মায়ানমারের দিক থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে কৌশলগত অবস্থানে থাকা বিজিবির নৌ টহলদল নৌকাটি ঘিরে ফেলে। পরে নৌকাটি তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা সম্ভব হলেও নৌকায় থাকা অপর তিনজন সাঁতরে মায়ানমারে পালিয়ে যায়।
উক্ত অভিযানে হ্নীলা ইউনিয়নের উলুচামরি এলাকার কালা মিয়ার ছেলে মো. জালাল ওরফে লাল জালালকে (২৫) পলাতক আসামি করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দিনরাত দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক ও মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবাসহ সমস্ত মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মনোয়ারুল হক/
