কড়াইল বস্তির আগুন সোয়া ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৬ নভেম্বর) : মহাখালী এলাকার কড়াইল বস্তির ভয়াবহ আগুন সোয়া পাঁচ ঘণ্টার পর  নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার জানান।

এখন আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে।

সোয়া পাঁচ ঘণ্টা ধরে সেখানে আগুন জ্বললেও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

এদিন সন্ধ্যা ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস, এরপর একে একে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, যানজটের কারণে প্রথমে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে, এরপর সরু গলির কারণে গাড়িগুলো অনেকটা দূরে রেখেই দীর্ঘ পাইপ টেনে পানি ছিটাতে হচ্ছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ