স্বাস্থ্যখাতে ভূমিকা রাখতে চায় চীনের ডামিয়াং মেডিকেল টেকনোলজি
স্বাস্থ্য ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ ডিসেম্বর) : বাংলাদেশের চিকিৎসা পর্যটন, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীনা প্রতিষ্ঠান ‘ডামিয়াং মেডিকেল টেকনোলজি’।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানী ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ কথা বলা হয়।
‘নিউ হরিজনস্ ইন হেলথকেয়ার, টেকনোলজি অ্যান্ড ট্যুরিজম’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এতে আরো উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমাজিনারীর (বিএসআরআই) সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. এমডি ওয়াহিদুজ্জামান ভূঁইয়া, কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল কবিরসহ আমন্ত্রিত সাংবাদিক ও অতিথিরা।
সেমিনারের মাধ্যমে ডামিয়াং মেডিকেল টেকনোলজি বাংলাদেশে তাদের পরিচিতি এবং ভবিষ্যৎ কৌশল তুলে ধরেছে।
এতে বলা হয়েছে, কোম্পানিটির মূল লক্ষ্য হলো বাংলাদেশি রোগীদের জন্য চীনে উন্নত চিকিৎসা পর্যটনের ব্যবস্থা করা ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং সাইনো- বাংলাদেশ সম্পর্ককে আরও সুদৃঢ় করা।
অনুষ্ঠানে ডামিয়াং মেডিকেল টেকনোলজির বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর হোমায়রা নূর বলেন, ‘আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক খাতে চীনের প্রযুক্তিগত দক্ষতা ও বাংলাদেশের জনশক্তির সমন্বয় এই দুই দেশের জনগণের জন্যই কল্যাণ বয়ে আনবে। এই সেমিনার সেই যৌথ যাত্রার প্রথম পদক্ষেপ।’
ডামিয়াং মেডিকেল টেকনোলজির ডিরেক্টর জেনারেল ড. জ্যাক ঝাং অনুষ্ঠানে বিশ্বমানের স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ব্যবহারের কৌশল ব্যাখ্যা এবং কোম্পানির দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, ডামিয়াং মেডিকেল টেকনোলজি হলো চীনের সাংহাই ভিত্তিক একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যা অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি, সরঞ্জাম সরবরাহ এবং আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন সেবার জন্য বিশ্বজুড়ে পরিচিত। কোম্পানিটি স্বাস্থ্যখাতকে উন্নত করার লক্ষ্যে বৈদেশিক বাজারে ব্যাপক বিনিয়োগ করে থাকে।
মনোয়ারুল হক/
