ইসির অনুমতি ছাড়া বদলি করতে পারবে না মন্ত্রিপরিষদ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ ডিসেম্বর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি না করার নির্দেশ দিয়েছে কমিশন। এ বিষয়ে মন্ত্রিপরিষদকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
একইসঙ্গে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নির্দেশ দিয়েছে ইসি।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এসব কর্মকর্তা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়াও প্রয়োজনে বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
চিঠিতে আরও বলা হয়, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর বিধান অনুযায়ী নির্বাচনের কাজে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব। নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে ফলাফল ঘোষণার ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা ছুটি দেওয়া যাবে না।
এদিকে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোট ব্যবস্থার ব্যবহার বাড়াতে সচিবদের প্রতি আলাদা চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রকল্প পরিচালক ও ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারী, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ডাকযোগে ভোট দিতে পারবেন। ইসি জানিয়েছে, এসব নির্দেশনা মানা হলে নির্বাচন কার্যক্রম আরও সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক হবে।
ডাকযোগে ব্যালট পেতে এসব ভোটারকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সঠিক ঠিকানা দিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে নির্বাচন কমিশন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠাবে। এ নিবন্ধন কার্যক্রম চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, এ পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ২৩৩ জন প্রবাসী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।
মনোয়ারুল হক/
