অপু বিশ্বাসের সঙ্গে সজলের মার্ডার মিস্ট্রি গল্প

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ ডিসেম্বর) : নতুন সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা আব্দুন নূর সজল। ‘দুর্বার’ শিরোনামের এ সিনেমার মাধ্যমে প্রথম জুটি বাঁধতে যাচ্ছেন তারা। ছবিটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। এটি পরিচালকের প্রথম সিনেমা।
জানা গেছে, মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্পের এ সিনেমাটিতে থাকবে রোমান্স এবং ড্রামার মিশেল। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে এতে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন, সানজু জন। আগামী ১৬ ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। তবে শুটিং শুরুর আগে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেবেন অপু ও সজল।
নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘মার্ডার মিস্ট্রি থ্রিলার গল্প, সঙ্গে রোমান্স তো থাকবেই। এরকম একটা গল্প চুজ করেছি যেটা প্রেক্ষাগৃহের দর্শক এবং ওটিটির, সবারই পছন্দ হয়। এখন প্রি-প্রোডাকশন চলছে, একই সঙ্গে চলছে রিহার্সেল। সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।’
পরিচালক জানান, রাজধানী ঢাকাসহ রাজশাহী এবং নেপালে সিনেমাটির শুটিং হবে। আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এর আগে দুই শতাধিক ফিকশন এবং অর্ধশতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন কামরুল হাসান ফুয়াদ। গেল বছর প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে ‘দেয়াল’ এবং চলতি বছরের মাঝামাঝিতে নিরবকে নিয়ে ‘দেশ’ সিনেমার ঘোষণা দেন তিনি। তবে সবার আগে শুটিংয়ে গড়াচ্ছে ‘দুর্বার’। এরপর ‘দেশ’ এবং তারপর ‘দেয়াল’ এর কাজ শুরু করবেন।
এদিকে আব্দুন নূর সজল কিছুদিন আগেই শেষ করেছেন রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। এ ছবিটিও আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে। এ ছাড়া বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘সিক্রেট’ নামে আরেক সিনেমায় অভিনয় করবেন অপু বিশ্বাস। এতে অপুর নায়ক আদর আজাদ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ