ভারতের ৩ কাশির সিরাপে বিষ, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (১৪ অক্টোবর) : ভারতের বাজারে বিক্রি হওয়া তিনটি কাশির সিরাপে প্রাণঘাতী রাসায়নিক উপাদান ডাই-ইথিলিন গ্লাইকোল (DEG) পাওয়ায় এই তিন সিরাপ ব্যবহারে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই সিরাপ সেবনে বেশ কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৩ অক্টোবর) ডব্লিউএইচও এক সতর্কতা জারি করে জানায়, ভারতের স্রেসান ফার্মাসিউটিক্যাল, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস ও শেপ ফার্মা নামে তিন কোম্পানির তৈরি কোলড্রিফ, রেসপিফ্রেশ টিআর এবং রিলাইফ সিরাপের নির্দিষ্ট ব্যাচে বিপজ্জনক মাত্রায় DEG পাওয়া গেছে। এই উপাদান কিডনি বিকলসহ মারাত্মক শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে, যা শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে।
ভারতের মধ্যপ্রদেশের পারাসিয়া এলাকায় সম্প্রতি এসব সিরাপ সেবনের পর একাধিক শিশুর মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন জানায়, প্রাথমিকভাবে শিশুদের কাশি ও সর্দির উপসর্গ দেখা দিলেও পরে তাদের কিডনি বিকল হয়ে যায়।
তদন্তে দেখা গেছে, সিরাপগুলোতে অনুমোদিত সীমার চেয়ে বেশি DEG রয়েছে। ইতোমধ্যে তিন কোম্পানির উৎপাদন বন্ধ এবং বিপণন অনুমোদন স্থগিত করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার।
তামিলনাডু রাজ্যের কর্তৃপক্ষ জানায়, অন্তত ১৯ শিশুর মৃত্যুর ঘটনায় স্রেসান ফার্মাসিউটিক্যাল–এর লাইসেন্স বাতিল করা হয়েছে এবং কোম্পানির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কারখানা পরিদর্শনে গাফিলতির অভিযোগে দুই ঊর্ধ্বতন ওষুধ পরিদর্শকের লাইসেন্সও বাতিল করা হয়েছে।
একজন স্থানীয় চিকিৎসকের বিরুদ্ধেও মামলা হয়েছে যিনি শিশুদের ওই ওষুধ প্রেসক্রাইব করেছিলেন।
ডব্লিউএইচও জানায়, বর্তমানে এই সিরাপগুলোর বিদেশে অবৈধ রপ্তানির কোনো প্রমাণ মেলেনি। তবে সংস্থাটি বিশ্বজুড়ে ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলেছে, যেন ডিসেম্বর ২০২৪ সালের পর থেকে এই তিন কোম্পানির তৈরি তরল ওষুধগুলোও ভালোভাবে পরীক্ষা করা হয়।
এর আগে ২০২২ ও ২০২৩ সালে উজবেকিস্তান ও গাম্বিয়ায় শিশু মৃত্যুর ঘটনায় ভারতের তৈরি কাশির সিরাপ দায়ী ছিল বলে তদন্তে উঠে আসে। তখনও মেইডেন ফার্মাসিউটিক্যালস–এর উৎপাদন বন্ধ করে দিয়েছিল ভারত সরকার।
সূত্র: সিএনএন