জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৪ অক্টোবর) : ভুয়া তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম দিয়েছেন, এমন অভিযোগ যাচাইয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে পিটিশন মামলাটি করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বাদীর জবানবন্দি নেন এবং মামলার দরখাস্ত আমলে নিয়ে অভিযোগ তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ