দুর্নীতিগ্রস্তদের নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১৪ অক্টোবর) : দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে জাতীয় নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আবদুল মোমেন। তিনি বলেন, বর্তমান দুই উপদেষ্টার পিএদের দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ক্রিকেট নির্বাচনে অনিয়ম বিষয়টি আমাদের নজরে এসেছে, তার কাজ চলছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক) সদস্যদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
সব নেতৃত্বে সৎ লোক দরকার জানিয়ে আবদুল মোমেন বলেন, প্রতিটি অপরাধ ও দুর্নীতির সঙ্গে রাজনীতির যোগসূত্র রয়েছে। শীর্ষ পর্যায়ে দুর্নীতি থাকলে সামগ্রিকভাবে দেশকে ভালো করা সম্ভব না। তাই দেশের স্বাথে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান।
দুর্নীতির কারণে দেশ সর্বস্বান্ত মন্তব্য করে আবদুল মোমেন বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে প্রায় সর্বস্বান্ত করে ফেলার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত এখন দুদক নির্ভয়ে করে যাচ্ছে। যার সুফল সামনে পাওয়া যাবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের আনতে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরানো কাজ চলছে। পাচার অর্থ আনা কঠিন হলেও দুদকসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন দুদক সচিব খালেদ রহীম, মহাপরিচালক আবদুল্লাহ-আল-জাহিদ, র্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল হক প্রমুখ।