ব্রাজিলকে প্রথম হারের স্বাদ দিল জাপান

ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (১৪ অক্টোবর) : ব্রাজিলের বিপক্ষে এর আগে ১৩ ম্যাচ খেলে কোনো জয় ছিল না জাপানের। যার মধ্যে ১১টিতে জিতেছিল ব্রাজিল, দুই ম্যাচ ড্র। অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে পরাজয়ের স্বাদ দিতে পেরেছে এশিয়ার দেশ জাপান। টোকিওতে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে ব্লু সামুরাইরা।

অথচ ম্যাচের প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে ছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে তিনবার ব্রাজিলের জাপ কাঁপায় স্বাগতিকরা।

২৬ মিনিটে পাওলো হেনরিকের গোলে লিড নেয় ব্রাজিল। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। দুই গোলে এগিয়ে থেকে বিরতি যায় সেলেকাওরা।

দ্বিতীয়ার্ধে ১৯ মিনিটের মধ্যে তিন গোল আদায় করে জাপান। যা ছিল ব্রাজিলের জন্য বড় রকমের ধাক্কা। ৫২ মিনিটে প্রথম গোলটি করেন তাকুমি মিনামিনো। ১০ মিনিট পর স্কোর ২-২ করেন কেইতো নাকামুরা। ৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন আইসে উয়েদা।

এশিয়া সফরে ব্রাজিল কদিন আগে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে পরাস্ত করেছিল। কিন্তু এবার জাপানের সঙ্গে পেরে উঠলো না কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ