অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আপিল শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৩ ডিসেম্বর) : অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের পরবর্তী শুনানি হবে আজ বুধবার (৩ ডিসেম্বর)।
গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আবেদনের ওপর শুনানি নিয়ে নির্দেশ দেন।
আদালতে এই আবেদনের বিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শরিফ ভূঁইয়া, শিশির মনির ও রুহুল কুদ্দুস কাজল।
অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। সেই রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।
পরে আইনজীবী মহসীন রশিদ আপিল করার অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।
মনোয়ারুল হক/
