বিয়ে করলেন সামান্থা
বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১ ডিসেম্বর) : দক্ষিণী সিনেমার সুপারস্টার নায়িকা সামান্থা রুথ প্রভু। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে এই জুটিকে। এবার প্রেমপর্ব শেষ করে সাতপাকে বাঁধা পড়লেন সামান্থা ও রাজ নিদিমরু। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার (১ ডিসেম্বর) সকালেই ঈশা যোগ সেন্টারের লিং ভৈরবী মন্দিরে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন সামান্থা ও রাজ।শোনা যাচ্ছে, বিয়েতে লাল শাড়িতে সাজেন সামান্থা।
রাজের পরনে ছিল দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাক। বিয়ের জন্য যে মন্দির বাছেন তারা, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে। প্রথমবার বিবাহবিচ্ছেদের পর থেকে ওই সংস্থায় যাতায়াত বাড়ে সমান্থার। এবার সেখানেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি। ২০২১ সালে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। এরপর দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার কারণে নানা রোগে ভুগছিলেন এই তারকা অভিনেত্রী। এ কারণে কাজ থেকেও নিয়েছিলেন সাময়িক বিরতি। আবারও সামান্থা নতুন করে কাজে ফিরেছেন।
কাজে ফিরেই নিজেকে নতুন করে প্রমাণ করেছেন সামান্থা। উল্লেখ্য, ২০১৭ সালে গোয়ায় বড় আয়োজনে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। প্রতিটি অনুষ্ঠানের জন্য ছিল আলাদা আলাদা পোশাক। তবে এবার হাতেগোনা আত্মীয়-পরিজনদের নিয়ে বিয়ে সেরেছেন তিনি। গত বছর ডিসেম্বরেই নাগা বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে। তার পর থেকে সামান্থা ও রাজের সম্পর্কের গুঞ্জন তীব্র হতে শুরু করে। কখনো একসঙ্গে তারা তিরুপতির মন্দিরে, কখনো আবার বিমানে রাজের কাঁধে মাথা রাখার ছবি প্রকাশ্যে এনেছেন। এবার বিয়ের ছবি আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন সামান্থা রুথ প্রভু।
মনোয়ারুল হক/
