আন্দোলনের মুখে বাতিল হলো শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (১১ অক্টোবর) : দীর্ঘ আন্দোলন সমালোচনার পর অবশেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭ তম সভায় অনুমোদিত র্যাগিং ইস্যুতে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা ও সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হলো যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭ তম সিন্ডিকেট সভায় জুলাই-আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, অস্ত্র ও মাদক রাখা এবং র্যাগিংয়ের দায়ে ৭৯ জন শিক্ষার্থীকে আজীবনসহ বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছিল। এরমধ্যে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের দায়ে একজনকে আজীবনসহ ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের দায়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গত ৯ অক্টোবর থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।