‘আমিও মানুষ, যা খুশি তাই লিখবেন না’, সান্তোসের জয়ের পর নেইমার 

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ নভেম্বর) : চোট থেকে পুরোপুরি সুস্থ না হয়েই সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। স্পোর্টের বিপক্ষে ব্রাজিলিয়ান লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোস জিতেছে ৩-০ ব্যবধানে। এই জয়ে নেইমার একটি গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন। ম্যাচের বিরতিতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়, তবে তাকে নিয়ে অনেক বিভ্রান্তিকর ও মনগড়া খবর ছড়ানো হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নেইমার বলেন, ‘সত্যি বলতে সবকিছু ঠিক নেই। আমার চোটের অবস্থা আমি আর চিকিৎসকরাই জানি। আমরা কখনোই আমার ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলব না। কিন্তু মানুষ যা খুশি তাই লিখে, সেটা আমাকে খুব কষ্ট দেয়। এতে আমি ভীষণভাবে মানসিকভাবে আহত। আমি একজন মানুষ। একজন খেলোয়াড় হয়েও মানসিক আঘাত পাওয়া খুব স্বাভাবিক। যারা এসব নিয়ে খবর করেন, তাদের আরও সতর্ক হওয়া উচিত।’

উল্লেখ্য, আগের ম্যাচে বিশ্রামে থাকলেও এই ম্যাচে শুরুর একাদশে ফেরেন নেইমার। এই জয়ের ফলে অবনমন অঞ্চল থেকে উঠে নিরাপদ স্থানে চলে এসেছে সান্তোস। ম্যাচটিতে খেলার বিষয়ে নেইমার বলেন, ‘আজকের ম্যাচে আমি খুশি—গোল করেছি, দল জিতেছে। আমাদের লক্ষ্য ছিল তিন পয়েন্ট নেওয়া। খেলব কি না, এসব সিদ্ধান্ত চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। আমি কখনোই তাদের পরামর্শ অমান্য করিনি।’

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ