সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (৯ অক্টোবর) : ২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন হাঙ্গেরিয়ান ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডেনের স্টকহোমে একটি অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটি।

ক্রাসনাহোরকাইয়ের প্রশংসা করে নোবেল কমিটি বলেন, ‘তার আকর্ষণীয় ও দূরদর্শী সাহিত্যকর্ম মহাপ্রলয়ের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করে।’

লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালের ৫ জানুয়ারি রোমানিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির গিউলা শহরে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জর্জি ক্রাসনাহোরকাই ছিলেন একজন আইনজীবী, এবং মাতা জুলিয়া পালিঙ্কাস ছিলেন সামাজিক নিরাপত্তা প্রশাসক।

তার সাহিত্যকর্মগুলি পোস্টমডার্ন হিসেবে পরিচিত, যেখানে দীর্ঘ, ঘুরপথে চলা বাক্য, ডিস্টোপিয়ান এবং বিষণ্ণ থিম প্রধান। তার প্রথম উপন্যাস ‘স্যাটানট্যাঙ্গো’ (Satantango, ১৯৮৫) একটি ধ্বংসপ্রাপ্ত গ্রামীণ সম্প্রদায়ের অন্ধকার চিত্র অঙ্কন করে, যা পরে হাঙ্গেরিয়ান পরিচালক বেলা তারর (Béla Tarr) দ্বারা চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে।

অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য মেলানকোলি অফ রেজিস্ট্যান্স’ (The Melancholy of Resistance, ১৯৮৯), যা স্থিতাবস্থা এবং বিশৃঙ্খলার মধ্যে সংঘর্ষ চিত্রিত করে এবং ১৯৯৩ সালে জার্মান বেস্টেনলিস্টে পুরস্কার লাভ করে। এই উপন্যাসটিও বেলা তারর দ্বারা চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে।

তার লেখা কাফকা, গোগল এবং থমাস বার্নহার্ডের মতো কেন্দ্রীয় ইউরোপীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত, যেখানে অ্যাবসার্ডিজম এবং গ্রোটেস্ক অতিরিক্ততা দেখা যায়।

তার ক্যারিয়ারে বহু পুরস্কার রয়েছে। যেমন- ২০১৩ সালে ‘স্যাটানট্যাঙ্গো’র ইংরেজি অনুবাদ ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতেছে, ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ (প্রথম হাঙ্গেরিয়ান লেখক হিসেবে), এবং হাঙ্গেরিয়ান রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান কোসুথ প্রাইজ।

১৯৯৬ সালে তিনি বার্লিনের বিজ্ঞান কলেজে অতিথি ছিলেন, এবং তার উপন্যাস ‘ওয়ার অ্যান্ড ওয়ার’ (War and War) সম্পূর্ণ করার সময় আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গের সহায়তা নিয়েছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ