উপদেষ্টাদের মধ্যে ‘সেফ এক্সিট’ কাদের দরকার, তালিকা দিন: রিজভী
নিজস্ব প্রতিবেদক (নীলফামারী), এবিসি নিউজ, (৯ অক্টোবর) : উপদেষ্টাদের মধ্যে কারা দুর্নীতি করছে, অর্থপাচার করছে, কাদের ‘সেফ এক্সিট’ প্রয়োজন অনুভব করছেন, তাদের তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে শত শত অপপ্রচারের পরও তারেক রহমান কোনো রাজনৈতিক দলের নাম ধরে অভিযোগ করেননি- এটিই রাজনৈতিক পরিপক্বতা বা পলিটিক্যাল ডেভেলপমেন্ট।’
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের প্রবীণ তেলি মোস্তাকিন আলীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুটি অটোরিকশা ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, ‘নাহিদ ইসলাম যদি নামের তালিকা না দেন, তবে এসব কথা বলে সরকারকে কেন বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন, সেটিই এখন প্রশ্ন।’
তিনি বলেন, ‘যারাই দুর্নীতি করবে, অর্থপাচার করবে, তাদেরই ‘সেফ এক্সিট’ প্রয়োজন পড়বে। বেগম খালেদা জিয়ার কখনোই ‘সেফ এক্সিট’ প্রয়োজন পড়েনি।”
এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘বিএনপির বিরুদ্ধে শত-সহস্র অপপ্রচারের পরও তারেক রহমান কখনো কোনো রাজনৈতিক দলের নাম ধরে অভিযোগ করেননি। এটিই প্রকৃত রাজনৈতিক উন্নয়ন।’
এ সময় উত্তরাঞ্চলের নীলফামারীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের জন্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে দায়ী করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীনসহ সৈয়দপুর–কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।