সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (৯ অক্টোবর) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে। আদালতে দুদকের দাখিল করা বিবরণমতে উল্লেখিত তিন ব্যাংকের তিনটি হিসাবে ১৭ লাখ ৯০ হাজার ৮৯১ টাকা জমা (স্থিতি) রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ চেয়ে আবেদন করেন দুদকের সরকারি পরিচালক ফেরদৌস রহমান।

আবেদনে বলা হয়, সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে আসামি ক্ষমতার অপব্যবহার পূর্বক দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন পূর্বক দখলে রেখে এবং তার নামীয় ২৭ টি ব্যাংক হিসেবে আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার নামে মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

আসামি কর্তৃক অর্জিত সব সম্পদ সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করা যায়নি। তবে, এখন পর্যন্ত প্রাপ্ত তার নামীয় বর্ণিত অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন সেজন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা মোতাবেক তা অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি তার নামীয় অস্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ সমূহ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ