এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৭ নভেম্বর) : বঙ্গোপসাগর এলাকায় চার মাত্রার ভূমিকম্পের ফলে কেঁপে উঠেছে দেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের টেকনাফ।

বুধবার (২৬ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে বঙ্গোপসাগর এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূ-পৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। আর কেন্দ্র থেকে টেকনাফের দূরত্ব ছিল ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বঙ্গোপসাগরে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র থেকে দেশটির ত্রিপুরার বিলোনিয়া শহরের দূরত্ব ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ