আম্পয়ারের সিদ্ধান্তে বাংলাদেশ হতবাক

ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (৮ অক্টোবর) : সম্ভাবনা জাগিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তুমুল সম্ভাবনা তৈরি করেও জেতা হয়নি আম্পায়ারের একাধিক ভুল সিদ্ধান্তে। খুব কাছে গিয়েও টানা দ্বিতীয় জয়ের দেখা না পেয়ে হতাশ বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) গোয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে বাংলাদেশ হেরেছে ইংল্যান্ডের কাছে। লক্ষ্যটা বড় দিতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। ১৭৯ রানের লক্ষ্য পেয়ে ব্যাটিংয়ে নামা ইংলিশরা তোপে পড়ে বাংলাদেশের বোলারদের।

১০৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন তিনে নামা নাইট। দায়িত্ব নিয়ে খেলেন ১১১ বলে ৭৯ রানের ইনিংস। তিনিই জয়ের বন্দরে পোঁছান ইংল্যান্ডকে। তবে এক্ষেত্রে আম্পায়ারের ভুলে পেয়েছেন দু’বার জীবনও।

জীবন না পেলে তিনি ফেরার কথা ছিল গোল্ডেন ডাক মেরেই। ইনিংসের দ্বিতীয় ওভারেই মারুফার বলে পরাস্ত হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতি ক্যাচ নিয়ে আবেদন জানালে মাঠের আম্পায়ার আউটও দেন। রিভিউ নেন ইংলিশ ব্যাটার নাইট।

কিন্তু যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তৃতীয় আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালান সেই সিদ্ধান্ত বাতিল করে দিলে বেঁচে যান নাইট। তিনিই আবার জীবন পান ব্যক্তিগত ১৩ রানে। স্বর্ণা আক্তার তার ক্যাচ নিলেও ফের টিভি আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালান একই কারণে ইংলিশ ব্যাটারকে আউট দিলেন না।

অল্প সময়ের মধ্যে দুইবার জীবন পাওয়ার পর অপ্রতিরোধ্য হয়ে ওঠেন এই ব্যাটার। মাঠে দাঁড়িয়ে থেকে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। ৮ চার ও ১ ছক্কায় ৭৯ রানের ইনিংসে পরাজয়ের শঙ্কা কাটিয়ে ৪ উইকেটে দলকে জিতিয়ে হন ম্যাচসেরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা ফাহিমা খাতুন হতাশা প্রকাশ করেন আম্পায়ারের সিদ্ধান্তে, ‘এটা খুবই দুঃখজনক। আমরা খুবই নিশ্চিত ছিলাম ওটা আউট ছিল। আমরা সেভাবেই আবেদন করেছিলাম। আউট হওয়ার পরেও যখন দেওয়া হয়নি, তখন একটু হতাশ হয়ে গিয়েছিলাম।’

ম্যাচের পর নাইটই নিজেই জানিয়েছেন, আউট হয়েছেন ভেবেছিলেন তিনি। ইংলিশ ব্যাটার বলেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। এটা আমার জন্য একেবারেই নতুন। আমি ভেবেছিলাম বলটা পরিষ্কারভাবেই ক্যাচ হয়েছে এবং সেটা একটা ন্যায্য ক্যাচ, সেই কারণেই আমি স্বেচ্ছায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। তবে তৃতীয় আম্পায়ার ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন।’

আগামী ১০ অক্টোবর একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ