ইউক্রেনকে আবার ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২৪ নভেম্বর) : ইউক্রেনকে আবার ‘অকৃতজ্ঞ’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৩ নভেম্বর) এমন মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা সত্ত্বেও ইউক্রেন ওয়াশিংটনের প্রতি কোনো ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করছে না।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এএফপি জানায়, রবিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেনি।’

তিনি একই সঙ্গে যুদ্ধকে ‘একটি মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন ও তার পূর্বসূরি জো বাইডেনকে তীব্রভাবে আক্রমণ করেন। তবে তিনি কোথাও রাশিয়া বা মস্কোর বিরুদ্ধে সরাসরি কোনো নিন্দা জানাননি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ