জনগণের ভোটে নির্বাচিত সরকারে যে-ই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত : বিক্রম মিশ্রি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (৬ অক্টোবর) : বাংলাদেশে জনগণের ভোটে যে সরকারই গঠিত হোক না কেন, সেই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী নয়াদিল্লি বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি উভয় দেশের সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ‘সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলা উচিত।’
আলোচনায় বিক্রম মিশ্রি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হোক, এটাই ভারতের প্রত্যাশা।’