জাতীয় নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ নভেম্বর) : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২৩ নভেম্বর) সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ‘সামনের দিনে দেশ একটি নির্বাচনে যাচ্ছে, আমরা নির্বাচনে সরকারকে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে।’

মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলে জানান ওয়াকার-উজ-জামান।

সেনানিবাসে আয়োজিত এ অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ৩ ক্যাটাগরিতে ৩ জনকে মরণোত্তর সেনাবাহিনী পদক দেওয়া হয়।

মনোয়ারুল হক/

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ