ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত ৭

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ নভেম্বর) : রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) রাতের এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১০টার দিকে আহত সাত শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

আহতরা হলেন—সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)। কর্তব্যরত চিকিৎসকরা জানান, সবারই মাথায় আঘাত রয়েছে এবং বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর কক্ষে তাদের চিকিৎসা চলছে।

চকবাজার থানা পুলিশ গণমাধ্যমকে জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠনের মিলাদ মাহফিলে এক পক্ষকে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এ নিয়েই ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের একটি ক্যান্টিন বন্ধ করে দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে মাদ্রাসার অস্থায়ী আদালত এলাকা থেকে রড সংগ্রহ করে দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও কোনো সহিংসতা এড়াতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আহত সাতজনই মাদ্রাসার ছাত্র এবং তাদের চিকিৎসা চলছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ