গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
নিজস্ব প্রতিবেদক (গাজীপুর), এবিসিনিউজবিডি, (১৯ নভেম্বর) : গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় দোকানী রাবেয়া বেগম জানান, সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হলে সাথে সাথে ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। টিফিনের সময় হওয়ায় সকল শ্রমিক বের হয়ে যায়। আগুনে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সুত্রপাত। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি, গাজীপুর সদর জয়দেবপুর, রাজেন্দ্রপু, শ্রীপুরসহ ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। শুরুর দিকে আগুনের মাত্রা কম ছিল। ভিতরে কেমিক্যাল থাকায় আগুন তাৎক্ষণিক বেড়ে যায়।
