প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষায় ১২ কোটি ১৫ লাখ টাকার সহায়তা দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৭ নভেম্বর) : গত এক বছরে প্রবাসী কর্মীদের ৩ হাজার ৯২৬ জন মেধাবী সন্তানকে শিক্ষা সহায়তা হিসেবে ১২ কোটি ১৫ লাখ টাকা দিয়েছে সরকার।

এছাড়া প্রবাসী কর্মীদের ৮৬১ জন প্রতিবন্ধী সন্তানকে ভাতা হিসেবে ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে বলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে।

গত এক বছরে ১ হাজার ৮৬৪ জন মৃত প্রবাসী কর্মীর পরিবারের পক্ষে প্রায় ৯৮ কোটি টাকার বীমা দাবি আদায় করা হয়েছে, এবং বিদেশে মারা যাওয়া কর্মীদের পরিবারকে পরিবহন ও দাফন ব্যয়ের জন্য ১৭ কোটি ৪ লাখ টাকা প্রদান করা হয়েছে। মৃতের প্রতিটি পরিবার ৩৫ হাজার টাকা করে পেয়েছেন।

অসুস্থ প্রবাসী কর্মীদের সহায়তার অংশ হিসেবে ১ হাজার ৭ জন আহত ও অসুস্থ কর্মীকে চিকিৎসা সহায়তা বাবদ ৯ কোটি ১৭ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া ৪ হাজার ৭৭ জন মৃত কর্মীর পরিবারকে ১২০ কোটি ৪ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি পরিবার ৩ লাখ টাকা করে পেয়েছে।

বিদেশে মারা যাওয়া ১ হাজার ৪৭ জন কর্মীর ক্ষতিপূরণ, বকেয়া, বীমা ও সেবা সুবিধা বাবদ প্রায় ১২৩ কোটি ৫০ লাখ টাকা আদায় করে তাদের পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া লেবাননের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ফিরে আসা ১ হাজার ২৯০ জন প্রবাসী কর্মীকে ১৭ কোটি ৫৫ লাখ টাকা সহায়তা দিয়েছে সরকার।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সংহতি প্রকাশের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা ১৮৮ জন প্রবাসীকে মুক্ত করতে সরকার সক্ষম হয়েছে এবং তাদের জন্য ৯৪ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে।

অসুস্থ, প্রতিবন্ধী ও আটক প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করছে মন্ত্রণালয়। পাশাপাশি ৪৪টি বিদেশি দূতাবাসের মাধ্যমে মৃতদেহ দেশে আনা, আইনি সহায়তা প্রদান এবং বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে।

সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ