বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্য নিয়োগ হচ্ছে কাতারে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ নভেম্বর) : বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্যকে নিয়োগ করা হচ্ছে কাতারে। এরই মধ্যে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে প্রেষণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। কাতারের দোহায় অনুষ্ঠিত ওই চুক্তির ফলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছালো বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রাথমিকভাবে ৮০০ সদস্য কাতারে নিয়োগ হবে। বাংলাদেশের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ