এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে ফ্রান্স
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৬ নভেম্বর) : বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রাত ১১টায় আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। তবে চোটের কারণে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না লা ব্লুজ। একই সময়ে মাঠে নামবে ইংল্যান্ডও, আলবেনিয়ার বিপক্ষে খেলতে।
রিয়াল মাদ্রিদে মৌসুমের শুরুটা কঠিন হলেও এখন দারুণ ছন্দে এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে নিয়মিত গোল করে গড়েছেন ৪০০ গোলের রেকর্ড—ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে। ফ্রান্সের হয়ে ৫৫ গোল করা তারকা মাত্র দুই গোল দূরে আছেন অলিভার জিরুর সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার। তবে আজারবাইজানের বিপক্ষে তার সেই রেকর্ড ব্রেকিং গোলের অপেক্ষা বাড়ছে চোটের কারণে।
ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে টিকিট। আজারবাইজানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হলেও অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করতে চাইবে ফ্রান্স। গ্রুপ ডিতে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, আইসল্যান্ড ও ইউক্রেনের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। টানা ৬ ম্যাচ অপরাজিত ফরাসিরা বাকুতে কোনো হোঁচট চাইছে না।
দলে স্বস্তির খবর সৌদি প্রো লিগে আল ইতিহাদের হয়ে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এনগোলো কন্তে। আজ তাকে বাজিয়ে দেখতে পারেন কোচ দেশম। এমবাপ্পের অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে হুগো একিতিকেকে।
