রাশিয়ার তেল শোধনাগারে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৬ নভেম্বর) : মস্কোর নিকটবর্তী রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এর মাত্র এক দিন আগে রাশিয়া কিয়েভে ব্যাপক ও প্রাণঘাতী হামলা চালায়।

শনিবার সামাজিক মাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমাতে রিয়াঝান অঞ্চলের ওই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। এই হামলা সামরিক অভিযানের অংশ।

শুক্রবার রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত ছয়জন নিহত হয় এবং আরো প্রায় তিন ডজন মানুষ আহত হয়। বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় আঘাত হানা সেই হামলাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা আক্রমণ বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, ‘ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক মিসাইলসহ রাশিয়া প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।’

রিয়াঝান শোধনাগারে ইউক্রেনের পাল্টা হামলা ইঙ্গিত দিচ্ছে, শীতের আগে আবারো জ্বালানি-ভিত্তিক অবকাঠামোয় পাল্টাপাল্টি হামলা বাড়ছে। প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে উভয় দেশই শক্তি অবকাঠামোকে টার্গেট করছে।

গত সপ্তাহে ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউক্রেনএনারগো জানায়, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে লোডশেডিং বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ বিভ্রাট চালু করা হবে, কারণ রাশিয়ার সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ চলছে।

সূত্র: আলজাজিরাগার্ডিয়ান

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ