অসহনীয় যন্ত্রণা-শোকে কাতর আমি: থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (২৮ সেপ্টেম্বর) : ভারতের তামিলনাড়ুতে তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) দলের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত ও বহু আহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন দলটির প্রধান থালাপতি বিজয়। অভিনেতা থেকে জনপ্রিয় রাজনীতিক বনে যাওয়া থালাপতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। অসহনীয় ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর আমি। প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।।’ খবর-রয়টার্স
তামিলনাড়ুর কারুর জেলায় শনিবার সন্ধ্যায় পদদলিত হয়ে মৃত্যুর এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ শিশু ও ১৭ নারী রয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। আহত কমপক্ষে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা শুরু হয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে সেখান থেকে পানির বোতল ছুড়তে শুরু করেন তিনি। বোতল নেওয়ার জন্য হুড়াহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে, মাঝপথে বক্তব্য থামাতে বাধ্য হন বিজয়। আহতদের দ্রুত উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও প্রশাসন।
ওই জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খলা শুরু হয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে সেখান থেকে পানির বোতল ছুড়তে শুরু করেন তিনি। বোতল নেওয়ার জন্য হুড়াহুড়ি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়ংকর হয়ে ওঠে, মাঝপথে বক্তব্য থামাতে বাধ্য হন বিজয়। আহতদের দ্রুত উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও প্রশাসন।
পুলিশ জানিয়েছে, সমাবেশে ৩০ হাজারের মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন।
তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন বলেছেন, পদদলনের ঘটনায় কীভাবে এ পরিস্থিতি সৃষ্টি হলো তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটি ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন।
আগামী বছর বিধানসভা নির্বাচন তামিলনাড়ুতে। তার আগে প্রচারে জোর দিচ্ছেন বিজয়। দফায় দফায় মিটিং-মিছিল করছেন।