জামায়াতসহ ৮ দলের তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ নভেম্বর) : জুলাই সনদের আইনি ভিত্তি ও চলতি মাসেই গণভোটসহ পাঁচদফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি দল।

বুধবার (১২ নভেম্বর) ৮দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান।

নতুন কর্মসূচি হলো:

১. আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পতিত ফ্যাসিবাদের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আটদলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ রাজপথে অবস্থান করবেন। একই সম্গে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তিকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়েছে।

২. শুক্রবার (১৪ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচদফা দাবিতে দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল।

৩. আগামী রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ৮ দলের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরমধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, জাগপা সহসভাপতি রাশেদ প্রধানসহ আটদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ