জাতীয় সনদে নির্ধারিত বিষয়ের বাইরে সিদ্ধান্ত নিলে তার দায়ভার সরকারের: বিএনপি

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ নভেম্বর) : জাতীয় সনদের বাইরে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারে সতর্ক করেছে বিএনপি। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে  স্থায়ী কমিটির সদস্যরা জানান, জাতীয় সনদে নির্ধারিত বিষয়াবলির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তার দায়ভার সরকারের উপরই বর্তাবে।

গুলশানস্থ বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা জানান, ১০ নভেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় নির্ধারিত হয়েছে যে, রাজনৈতিক দলসমূহের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ এক বছরের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ রচিত হয়েছিল। এটি গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল পক্ষ অঙ্গীকারবদ্ধ।

তবে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে গিয়ে সরকারি সিদ্ধান্ত প্রদানের বিষয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন। বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, সনদে উল্লেখিত বিষয়গুলোর বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, সেক্ষেত্রে তা সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য বাধ্যতামূলক হবে না।

সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, সনদের প্রতি সম্মান বজায় রাখার ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ