সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৯ নভেম্বর) : সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা সরকারি সফরে ওয়াশিংটন পৌঁছেছেন। রবিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন আল–শারা। ১৯৪৬ সালের পর (সিরিয়ার স্বাধীনতার পর) এই প্রথম সিরিয়ার কোনো নির্বাচিত সরকার প্রধান যুক্তরাষ্ট্র সফর করছেন।
আল-শারা গত মে মাসে রিয়াদে প্রথমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। গত শুক্রবার তাকে যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসী নিষেধাজ্ঞা তালিকা’ থেকে সরিয়ে দেওয়া হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। জানা গেছে, ওয়াশিংটন এই সফরকে আইএসআইএল বা আইএসআইএসের বিরুদ্ধে দামেস্ককে বৈশ্বিক জোটে অন্তর্ভুক্ত করার সুযোগ হিসেবে দেখছে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে, যা সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটন-নেতৃত্বাধীন নিরাপত্তা চুক্তি বাস্তবায়নে সহায়ক হবে।
অন্যদিকে, আল-শারা তার সফরে ভয়াবহ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া পুনর্নির্মাণের জন্য অর্থ সাহায্য চাইবেন। বিশ্বব্যাংকের হিসাবে, পুনর্গঠন কার্যক্রমে আনুমানিক সর্বনিম্ন ২১ হাজার ৬০০ কোটি ডলার প্রয়োজন।
প্রসঙ্গত, আল-শারা একসময় আল-কায়েদার সিরিয়ার শাখার নেতৃত্বে ছিলেন। সে সময় তিনি দে গুয়েরে আবু মোহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত ছিলেন। তবে এক দশক আগে তিনি বিদ্রোহী সংগঠনের নেটওয়ার্ক থেকে আলাদা হয়ে যায় এবং পরে আইএসআইএলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। তার সংগঠন হায়াত তাহরির আল-শামকে যুক্তরাষ্ট্র গত জুলাইয়ে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়।
এর আগে আল-শারার চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সদর দপ্তরে প্রথম সিরিয়ান প্রেসিডেন্ট হিসেবে সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের মাটিতে ভাষণ দেন। এর ঠিক এক দিন আগে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক ভোটে আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
এদিকে গত শনিবার দামেস্কে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আলেপ্পো, ইদলিব, হামা, হোমস ও দামেস্কসহ দেশজুড়ে আইএসআইএল সেলের বিরুদ্ধে অন্তত ৬১টি অভিযান চালানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, এসব অভিযানে অন্তত ৭১ জনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
