নির্বাচন পর্যবেক্ষণে ইসির নিবন্ধন পেল দেশের ৬৬ সংস্থা

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৭ নভেম্বর) : প্রথম পর্যায়ে ৬৬টি বেসরকারি সংস্থাকে আগামী পাঁচ বছরের জন্য স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দেয়ার তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল ইসির পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া আরো ১৬টি সংস্থার বিষয়ে দাবি আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনের যাবতীয় প্রক্রিয়া শেষ করে প্রথম পর্যায়ে এ ৬৬ সংস্থা নিবন্ধন পেয়েছে। নিবন্ধনপ্রাপ্ত এসব সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ অনুসারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে।

অনেক যাচাই-বাছাইয়ের পর গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা করে গণবিজ্ঞপ্তি দেয় ইসি। তবে এ তালিকা প্রকাশের পর পরই এ নিয়ে বিতর্ক ও সমালোচনা ওঠে।

জানা যায়, নিবন্ধনযোগ্য ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনেকগুলোই নামসর্বস্ব। যাদের অফিস বাসাবাড়ি, পরিত্যক্ত ঘর ও জঙ্গলে। এরপর পর্যবেক্ষক সংস্থার চূড়ান্ত নিবন্ধন দেয়ার ক্ষেত্রে নতুন করে তদন্ত শুরু করে ইসি। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে দেশের ৬৬ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিল ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়া হয়। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগের নীতিমালা বাতিল ও তৎকালীন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ