ছাত্রলীগের সাবেক নেতা অজয় কর খোকন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২৪ সেপ্টেম্বর) : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।
অজয় কর খোকন ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দশম সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েও পাননি। পরে স্বতন্ত্র হয়ে নির্বাচনে দাঁড়ালে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে।